স্মার্ট কার্ড কিভাবে পাবো 2025 || স্মার্ট কার্ড তৈরি হয়েছে কি না চেক করুন অনলাইনে || Smart Card Check
আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি
স্মার্ট কার্ড চেক ২০২৫
Smart Card Check Online - তৈরি হয়েছে কিনা যাচাই করুন
➡️ স্মার্ট কার্ড কিভাবে পাবো 2025 | স্মার্ট কার্ড তৈরি হয়েছে কি না চেক করুন অনলাইনে
Smart Card Check অনলাইনে - স্মার্ট কার্ড হয়েছে কিনা চেক করুন
গুরুত্বপূর্ণ তথ্য | Important Information
স্মার্ট কার্ড
জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড
অনলাইনে চেক
বাসায় বসে অনলাইনে যাচাই করুন
মোবাইল ফোন
যেকোনো স্মার্টফোন থেকে চেক করুন
নিয়মিত চেক
সপ্তাহে একবার চেক করার পরামর্শ
আর যারা নিয়মিত Bost Fi sms সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা স্মার্ট কার্ড কার্ড তৈরি হয়েছে কি না অনলাইনে চেক করবেন এবং তৈরি হয়ে থাকলে কোথায় থেকে সংগ্রহ করবেন সেটাও জানতে পারবেন।
আপনারা অনেকেই নতুন ভোটার হয়েছেন কিন্তু ভোটার হওয়ার পর স্মার্ট কার্ড কবে দিবে বা কবে পেতে পারেন তা কিন্তু জানেন না। তাই অবশ্যই ভোটার হওয়ার পর মাঝেমধ্যে এ বিষয়ে আপনাদের খোঁজখবর রাখা জরুরী নয়তো আপনার স্মার্ট কার্ডটি পেতে ঝামেলা হতে পারে।
আর তার জন্য ভোটার হওয়ার পর থেকে আপনারা নিয়মিত অনলাইনে চেক করতে পারেন স্মার্ট কার্ড তৈরি হয়েছে কি না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তা চেক করবেন।
স্টেপ বাই স্টেপ গাইড | Step by Step Guide
NID ওয়েবসাইটে যান | Visit NID Website
শুরুতে আপনার ফোনের যেকোনো একটা ব্রাউজারে এসে Nid লিখে সার্চ করুন। এরপর Nid ওয়েবসাইটে প্রবেশ করুন।
ফর্ম নম্বর দিন | Enter Form Number
তার পর নিচের স্ক্রিনশট ফলো করুন। এবার এখানে জাতীয় পরিচয়পত্র বা ফর্ম নন্বর বক্সে যদি আপনার এনআইডি নাম্বার জানা থাকে সরাসরি সেটা দিবেন অথবা আপনাকে ভোটার হওয়ার সময় যে ফর্ম নাম্বার দিয়েছে সেটা দিবেন।
তথ্য পূরণ করুন | Fill Information
ফর্ম নাম্বার লেখার আগে NIDFN লিখে তারপর সেই ফর্ম নাম্বার দিবেন। উদাহরণ: NIDFN464749879। আপনার জন্মতারিখ দিন,মাস,বছর লিখেদিন।
ক্যাপচা কোড দিন | Enter Captcha Code
এই বক্সে মধ্যে যে কোডটি থাকবে সেটা লিখুন ও সাবমিট করুন।
ফলাফল বোঝার উপায় | Understanding Results
স্মার্ট কার্ড তৈরি হয়নি | Smart Card Not Ready
স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। এরকম লেখা আসলে স্মার্ট কার্ডটি তৈরি হয়নি। এভাবে নিয়মিত আপনারা চেক করবেন।
স্মার্ট কার্ড তৈরি হয়েছে | Smart Card Ready
আর স্মার্ট কার্ড তৈরি হয়ে থাকলে এরকম দেখতে পাবেন। Box Id ও Comp Id দুটো মনে রেখে এই সাইডে লক্ষ্য করুন।
স্মার্ট কার্ড সংগ্রহ | Collect Smart Card
এখানে Contact Address মধ্যে আপনার যে লোকেশন দেওয়া আছে সেখানে চলে যাবেন এবং সেখানে গিয়ে Box Id ও Comp Id বললেই তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাই করে আপনার স্মার্টকার্ড আপনাকে দিয়ে দিবে।
💡 গুরুত্বপূর্ণ টিপস: স্মার্ট কার্ড তৈরি হতে সাধারণত ৩০-৪৫ দিন সময় লাগে। সপ্তাহে একবার চেক করুন। যদি ৬০ দিনের মধ্যে কার্ড তৈরি না হয় তবে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন।
স্মার্ট কার্ড চেক সম্পূর্ণ
ধন্যবাদ সময় নিয়ে আমাদের পোস্ট পড়ার জন্য। নিয়মিত আপনার স্মার্ট কার্ডের অবস্থা চেক করুন এবং প্রয়োজনে এই গাইডটি আবার দেখুন।